শারজাহ স্টেডিয়াম মাতাতে রাতে দুবাই যাচ্ছেন ববি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৬:৫৬
অ- অ+

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি এর আগেও বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তবে তার সেসব যাওয়া ছিল মূলত দুবাইসহ সেখানকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর জন্য। এবার প্রথমবারের মতো পারফর্ম করার জন্য আরব দেশটিতে উড়াল দিচ্ছেন এই নায়িকা।

আসছে ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। আর এই আয়োজনে কয়েকটি গানের সঙ্গে নাচবেন ববি। সে জন্য আজই দেশটির উদ্দেশ্যে উড়াল দেবেন এই নায়িকা।

ববি বলেন, "আগেও আমি অনেকবার সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে গেছি। সেখানকার বিখ্যাত স্টেডিয়াম শারজার নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে পারফর্ম করতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। আশাকরি সময়টা দারুণ উপভোগ্য হবে।”

জানা গেছে, এ অনুষ্টানটির মধ্য দিয়ে প্রথমবারের মত দেশের বাইরে স্টেজ শো করতে যাচ্ছেন নায়িকা ববি। তার অভিনীত ‘বিজলি’, ‘নোলক’, ‘রাজত্ব’সহ বেশ কয়েকটি পুরোনো দিনের সিনেমার গানের সঙ্গে নাচতে দেখা যাবে তাকে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা