বিশ্বকাপের ভেন্যু আল বায়াতের উদ্বোধন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫২
অ- অ+

এক বছরও হাতে নেই ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাততে। এরই মাঝে একটু আভাস দিয়ে রাখলো কাতার বিশ্বকাপের ভেন্যুগুলোর উদ্ধোধন। সেই ধারাবাহিকতায় আয়োজক দেশটির অন্যতম ভেন্যু আল বায়াত স্টেডিয়ামের উদ্ধোধন করা হয়েছে।

আল বায়াতে উদ্বোধনী দিনে আরব কাপে লড়েছিল স্বাগতিক কাতার ও বাহরাইনের। এর আগে, খলিফা ইন্টারন্যাশনাল, আল জানুব, এডুকেশন সিটি, আহমাদ বিন আলি ও আলি থুমানার পর বিশ্বকাপের ষষ্ঠ ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। এখানেই অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান।

মাঠের উদ্ধোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ম্যাচের শুরুতে ইনফান্তিনো বলেছেন, ‘চল, একসাথে সবাই ফুটবলকে উপভোগ করি ও পুরো বিশ্বকে এই ফুটবলের মাধ্যমে একত্রিত করি।’

মিডফিল্ডার আব্দুলাহজিজ হাতেমের ৬৯ মিনিটের একমাত্র গোলে বাহারাইনকে ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক কাতার।

রাজধানী দোহা থেকে ৪৬ কিলোমিটার উত্তরে শহর আল খোরে অবস্থিত এই আল বায়াত স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৬০ হাজার। আগামী বছর অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের অন্যতম ব্যস্ততম ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। সেমিফাইনালসহ গ্রুপ ৯টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা