মাদারীপুরে গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:০০
অ- অ+

মাদারীপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। বুধবার সকালে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিএস ট্রাভেলস নামে একটি বাস তল্লাশি করে মো. নুর নবী (৬৫) এবং তার স্ত্রী খালেদা বেগম (৪৫) কে গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার হাসনাবাদ গ্রামের বাসিন্দা।

এসময় আটককৃত কাছ থেকে ১২কেজি গাঁজা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ মাদক ক্রয়-বিক্রয়কৃত ২হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা স্বামী-স্ত্রী উভয় যোগসাজসে দীর্ঘদিন ধরে চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহন করে আসছিল। আসামিদের উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা