শুরুতেই স্বামী-স্ত্রীর চরিত্রে ওম-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৮
অ- অ+

ক্যারিয়ারে প্রথমবার আলোচিত টলিউড নায়িকা শ্রাবন্তী চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক ওম সাহানি। ওপার বাংলার নবাগত পরিচালক অয়ন দে’র প্রথম ছবি ‘ভয় পেয়ো না’র মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। তমসা আর ডা. সুশান্তকে ঘিরে এগিয়ে যাবে এই হরর থ্রিলারটি।

ছবিতে দেখা যাবে, বিয়ের পরে সুশান্তের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক চরম তিক্ত হয়ে ওঠে। ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে তমসার বিরুদ্ধে। তার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্যের।

তমসার চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বললেন, ‘খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথমবার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম সাহানি আর ওর স্ত্রী মিমি আমার খুব ভালো বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভালো লাগছে। ও খুবই প্রমিসিং।’

শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। তবে জুটি হিসেবে এটা প্রথম কাজ বলে একটা আলাদা ভালো লাগা রয়েছে শ্রাবন্তীর। নায়িকা বলেন, ‘সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তারপর ‘ভয় পেয়ো না’র কাজ শুরু হবে।’

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে
বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই ঘরে ফিরব: নাহিদ ইসলাম
গোপালগঞ্জের ১১ পয়েন্টের ঘটনা বর্ণনা করে পুলিশের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা