বিএপিএলসির সভাপতি আনিস ও সহ-সভাপতি নাসিম

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:২৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি হিসেবে এসিআইর চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

এম. আনিস উদ দৌলা ও সৈয়দ নাসিম মঞ্জুর ২০২২-২০২৩ কার্যকালের জন্য সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিএপিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএপিএলসির নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, সামিট অ্যালায়েন্স পাওয়ারের স্বতন্ত্র পরিচালক আনিস এ. খাঁন, কে অ্যান্ড কিউ’র ব্যবস্থাপনা পরিচালক তাবিথ আউয়াল, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম;

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানাহ চৌধুরী, জেমিনি সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়ছার হামিদ, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমাম শাহীন;

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারমান আর. চৌধুরী, বঙ্গজের পরিচালক মো. আতিকুল হক, সামিট পাওয়ারের পরিচালক মোহাম্মদ ফয়সাল করিম খাঁন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব অলি কামাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালক তানভীর আলী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডার তাজওয়ার মুহাম্মদ আউয়াল;

দেশ গার্মেন্টসের চেয়ারম্যান রোকেয়া কাদের, হামিদ ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ এবং বারাকা পাওয়ারের পরিচালক গোলাম রব্বানী চৌধুরী।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা