চার ঘণ্টা পর নিভল চট্টগ্রামের ঝুট গুদামের আগুন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:১৭| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৪
অ- অ+

চার ঘণ্টা পর নিভেছে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তিনি জানাতে পারেননি।

এর আগে ভোর সোয়া পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চার ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই সেখানে থাকা দশটি গুদামের মধ্যে চারটি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঝুটের গুদাম হওয়ায় আগুন নেভাতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা