দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৩৮| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৫২
অ- অ+

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তার নাম মোজাফফর হোসেন নান্নু। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে কেরামত আলী ফেরি থেকে পড়ে যান।

নিখোঁজ মোজাফফর হোসেন নান্নুর বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।

নিখোঁজ মোজাফফর হোসেনের ভাইয়ার ছেলে দেলোয়ার হোসেন জানান, আমার খালু তার বড় মেয়েকে নিয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিল। ওই ফেরি বাস ওঠার পরে তিনি বাস থেকে নেমে আসে। ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিল। তখন ফেরি ছাড়ার সময় একটা ধাক্কা লাগে। ধাক্কায় আমার খালী ফেরি থেকে পড়ে যায়।

দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, তার খালুকে উদ্ধারে জন্য কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না। বরং তারা আমার ও আমার বড় বোনের কাছে নানা বিব্রতকর প্রশ্ন করছেন।

গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর শোনার পরপরই আমি একটা নৌকা নিয়ে তল্লাশি করি। কিন্তু তার খোঁজ এখনো পায়নি। এখনো উদ্ধারে কাজ করছি।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা