মন্দিরে হামলা মামলার আসামি শিকলে বাঁধা মানসিক রোগী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২১, ২০:০০| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২০:০৪
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর মন্দিরে হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলার আসামি হয়েছে মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের আচলছিলা গ্রামের বজলু রহমানের ছেলে মানসিক রোগী রাব্বি প্রধান। কিন্তু গত ৪ বছর ধরে রাব্বি মানসিক রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছে এবং বাড়িতে তাকে শিকলে বাঁধা অবস্থায় থাকতে হয়।

কয়েকদিন আগে মতলব থানা পুলিশ রাব্বিদের বাড়িতে গেলে রাব্বির পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

রাব্বির নিকটাত্মীয় মালেকের সঙ্গে কথা বলে এবং এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, রাব্বি প্রধানিয়া নামে মামলার কোনো আসামি নেই। মন্দিরে হামলার ঘটনায় মামলার আসামি হচ্ছে মেহেদী হাসান রাব্বি। তার বাবার নাম বজলু মাষ্টার মিয়াজী। কিন্তু মানসিক রোগী রাব্বি প্রধানিয়ার বাবার নাম হচ্ছে বজলু রহমান। পেশায় তিনি রিকশা চালক। রাব্বিও মানসিকভাবে অসুস্থ হওয়ার আগে মতলবে একটি চা দোকানের কর্মচারী ছিলেন।

রাব্বির পরিবারের লোকজন জানায়, ২০১৬ সাল থেকে রাব্বি মানসিক রোগী। এরপর থেকে তার চিকিৎসা চলছে। বর্তমানে রাব্বি চাঁদপুর শহরের গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের সাইকয়াট্টি রোগের চিকিৎসক শোয়েবুর রেজা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে মতলব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সগির জানান, এই ঘটনায় মামলা হয়েছে হাজীগঞ্জ থানায়। আসামিদের কারো কারো বাড়ি মতলব দক্ষিণ উপজেলায়। হাজীগঞ্জ থানা থেকে তদন্ত করার জন্য আমাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। সে আলোকে আমরা আসামিদের বাড়িতে গিয়েছি। কিন্তু রাব্বি মানসিক রোগী জানতে পেরেছি। যেদিন তাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন রাব্বি চাঁদপুরে চিকিৎসার জন্য ছিল। বাস্তবে তাকে দেখলে বিষয়টি আমি স্পষ্টভাবে বুঝতে পারতাম।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে যেসব অঞ্চলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা