গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪২
অ- অ+

গোপালগঞ্জে গৃহবধু রোজেনা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া কবরস্থান রোড ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রোজেনা বেগম নড়াইল জেলার পুটিমারি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে রোজেনাকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে তার স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। লাশ গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা