গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে গৃহবধু রোজেনা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া কবরস্থান রোড ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রোজেনা বেগম নড়াইল জেলার পুটিমারি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে রোজেনাকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে তার স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। লাশ গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন