৮৭ বছরের জীবনে ৬৭ বছর গোসলই করেননি তিনি!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৪
অ- অ+

বয়স তার ৮৬ বছর। তবে অশীতিপর এই বৃদ্ধ ৬৭ বছর গোসলই করেননি। শুনতে গ্রিক মিথোলজির কোনো চরিত্র মনে হলেও ছয় দশকের বেশি সময় গোসলের ধারেকাছে না যাওয়া এই ব্যক্তির সন্ধান মিলেছে ইরানে। দেশটির কেরমানশাহ প্রদেশের দেজগাহ গ্রামের বাসিন্দা আমো হাজির গোসল না করার এই খবর দিয়েছে তেহরান টাইমস।

এক অনলাইন প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমো হাজির গোসল না করার ঘটনা এরইমধ্যে নেটদুনিয়ায় চর্চা হচ্ছে। গোসল না করার পাশাপাশি জীবনাচারেও অদ্ভুত আমো হাজি। তিনি মৃত পশুর মাংস ভক্ষণ করেন। পোশাক পরিধানেও আর দশজন মানুষের থেকে একদম ভিন্ন এই বৃদ্ধ। এছাড়া গোঁফ দাড়িও কোনো নাপিতের কাছে গিয়ে কাটেননি তিনি।

তেহরান টাইমসকে আমো হাজি বলেছেন, পানি দেখলেই তার মনে ভয় উদ্রেক হয়। তার মনে হয় পানি ধরলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন। দীর্ঘ কয়েক দশক গোসল না করার ফলে তার চুল ও ত্বক কিছুটা রুক্ষ হলেও নিজেকে একদম সুস্থ বলেই দাবি আমোর।

ভাইরাল হওয়া একটি ছবিতে এই বৃদ্ধকে দেখা গেছে, তিনি যেন প্রাচীনকাল থেকে উঠে আসা কোনও চরিত্র। গোঁফ—দাড়িতে ঢাকা গোটা মুখ। অর্ধেক মাথা টাক আর বাকিটায় উস্কোখুস্কো চুল। সারা শরীরে ছাই মাখা। চলাফেরার সময় হেলমেট পরেন সবসময়।

দেজগাহ গ্রামের বাসিন্দারা আমো হাজির থাকার জন্য পাহাড়ি গুহার মধ্যে একটি ঘর তৈরি করে দিয়েছেন। দীর্ঘকাল ধরে তিনি বিচ্ছিন্নভাবে সেখানেই বাস করছেন। তবে কেন এই জনবিচ্ছিন্নতা? তেহরান টাইমসকে অশীতিপর বৃদ্ধ বলেন, ‘যৌবনে বড় ব্যথা পেয়েছিলাম। তাই মানুষের থেকে দূরে সরে গেছি।’ তবে কীসের সেই ব্যথা খোলাসা করেননি ইরানের এই বাসিন্দা।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড
জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
গোপালগঞ্জ হামলা: কুষ্টিয়া–খুলনা মহাসড়ক ব্লকেড
মুরাদনগরের প্রতিটি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা