ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ১০:১৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নয়ন শেখ নামে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কাওরাইদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নয়ন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেল‌দিয়া গ্রা‌মের আব্দুল কা‌দি‌রের ছে‌লে। ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি পদপ্রার্থী ছিলেন তিনি।

জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ক্রিকেট খেলতে যান যুবলীগ নেতা খাইরুল মীরের ছেলে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নয়ন শেখের ভাইয়ের সঙ্গে তার সেখানে তর্কাতর্কি হয়। পরে ছাত্রলীগ নেতা নয়ন মীরের ছেলেকে মারধর করেন। রাত সোয়া নয়টার দিকে কয়েকজন নয়নকে ধরে বেধড়ক পিটুনি দিয়ে একটি পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা