কুমিল্লার পরামর্শক রোডসের সঙ্গে মাশরাফি-রিয়াদদের খুনসুটি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৩০
অ- অ+

বাংলাদেশ ক্রিকেটে দলের সাবেক হেড কোচ স্টিভ রোডস বিপিএলর অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে কাজ করবেন। আর ইতিমধ্যেই ঢাকায় এসে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন তিনি। সেখানে সাবেক গুরুকে দেখে ছুটে যান মাশরাফি-মাহমুদউল্লাহরা। আর মেতে উঠেন খুনসুটিতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন বিভিন্ন দলের ক্রিকেটার এবং কোচিং স্টার্ফরা। তারই ধারবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটারদের সঙ্গে মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে দেখা যায় দলটির পরামর্শক স্টিভ রোডসকেও

স্টিভ রোডসকে হেড কোচ বানানোর জন্যই চুক্তি করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু হাতে কাছে সালাউদ্দিনকে পাওয়ার কারণে রোডসকে পরামর্শক বানিয়েছে দলটি। অর্থাৎ শিরোপা নিজেদের করে নিতে রোডস এবং সালাউদ্দিনকে একসঙ্গে কাজ করাচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

সোমবার সকালেই মিরপুর একাডেমি মাঠে দলের অনুশীলনে এসে হাজির হন কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস। মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে মিলে তাকে দেখা গেছে কুমিল্লার ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছেন। এ সময় পাশেই অনুশীলন করছিলেন বাংলাদেশ দলের দুই কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনই খেলবেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে। তাতে কি? সাবেক কোচ রোডসকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরেন মাশরাফি ও মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ কিছুক্ষণ খোশগল্পে মেতে ওঠেন তিনজনে। একসময়ের গুরুকে পেয়ে যেন ফিরে গেলেন পুরোনো দিনে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুনে বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন স্টিভ রোডস। এরপর মাশরাফি-মাহমুদউল্লাহদের সঙ্গে কাজ টানা দুই বছর কাজ করার কথা থাকলেও এক বছরের মধ্যে তাকে বিদায় নিতে হয়। ২০১৯ বিশ্বকাপে ভরাডুবির পর রোডসকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা