বহিষ্কারের খবরে বিস্মিত বিএনপির কামাল, জানালেন আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৪০| আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:০৩
অ- অ+

বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে মেয়র পদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন করেন তৈমূর আলম খন্দকার। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এই আহ্বায়ক তার প্রধান নির্বাচনী এজেন্ট মনোনীত করেন বিএনপি নেতা এটিএম কামালকে। কিন্তু ভোট শেষ হওয়ার দুইদিন পর হঠাৎ তাদের দুজনকে বহিষ্কার করে বিএনপি। দলের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন কামাল।

আক্ষেপ করে তিনি বলেন, শুধু এই দলের জন্য রাজপথে বহু নির্যাতন সহ্য করেছি, রিমান্ডে নিয়েছে। অর্থনৈতিকভাবে পরিবার বিধ্বস্ত, বিপর্যস্ত এখন।

মঙ্গলবার রাতে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

বহিষ্কারের বিষয়ে এটিএম কামাল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। আমি বিস্মিত হয়েছি, বহিষ্কারের চিঠি আমার কাছে আসার কথা। কিন্তু আমি পাইনি।’

তিনি আরও বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সেই আদর্শ থেকে কেউ সরাতে পারবে না। দল যদি মনে করে তাদের প্রয়োজন নেই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এই সিদ্ধান্ত মাথা পেতে নেবো। এতোদিন দলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজপথে ছিলাম, এখন সাধারণ সমর্থক হিসেবে থাকবো। আমৃত্যু দলের জন্য কাজ করে যাবো।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/বিইউ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা