৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ছে না ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১২:৫৯
অ- অ+

নানা কারণ দেখিয়ে আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তখন আন্তর্জাতিক বাজার পরিস্থিতি দেখে প্রয়োজনে দাম বাড়ানো বা কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবে আর কমানোর প্রয়োজন হলে কমাব। আপাতত দাম বাড়ছে না, বাজারে যে দাম রয়েছে, সেই মূল্যই বহাল থাকবে।

সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটি করা হবে বলেও এসময় জানান বাণিজ্যমন্ত্রী।

বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারা বোতলজাত সয়াবিনের প্রতি লিটারের দাম ৩ টাকা ছাড় দিচ্ছেন। এ ১৫ দিন বোতলজাত তেলের দাম ১৬৮ থেকে ৩ টাকা ছাড়ে ১৬৫ টাকায় বিক্রি করা হবে।

বৈঠকে দেশের ভোজ্যতেলের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ, ট্যারিফ কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/বিইউ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা