আলফাডাঙ্গার বানা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ২১:০৪
অ- অ+

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৯৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন চারজন। ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. শিমুল শেখ, ১৭৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. ইবাদত মল্লিক, ১৫৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. জাহিদ শেখ ও ১৩৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. এনায়েত মিয়া।

অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নার্গিস বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাকলী বেগম ১২৪ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়েস সরদার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা