নেত্রকোণায় ‘পোল্ডার’ উল্টে চালক নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ২২:৫৬
অ- অ+

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ১নং বালুমহালের তিনালী এলাকায় বৃহস্পতিবার দুপুরে বালু তোলার পোল্ডার উল্টে চালক খোকন মিয়া (৩৫) নিহত হয়েছেন। নিহত খোকন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমেশ্বরী নদীর ১নং বালু মহালে প্রতিদিনের ন্যায় খোকন মিয়া পোল্ডার দিয়ে লড়িতে বালু তোলার কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে পোল্ডারের চাকা বালু মহালের একটি গর্তে পড়ে গিয়ে উল্টে গেলে চালক খোকন গাড়ির নিচে চাপা পড়ে। এ সময় বালু মহালের শ্রমিকরা খোকন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা