টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে টস হেরে এখন ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১৫ রান তুলেছে দলটি। এখন ১২ রানে উইল জ্যাক এবং ১ রানে আফিফ অপরাজিত রয়েছেন।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএম

মন্তব্য করুন