নড়াইলে হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড, ছোট ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:২৭
অ- অ+

উত্যক্তের প্রতিবাদ করায় নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে রেজাউল মোল্যা নামে এক কিশোরকে হত্যার ঘটনায় বড় ভাই বাছের মোল্যাকে মৃত্যুদণ্ড এবং ছোট ভাই কামাল মোল্যাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ি যশোরের অভয়নগর থানার কামকুল গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নড়াইলের শিমুলিয়া গ্রামের রাবুল মোল্যার বিধবা বোন রোকেয়া বেগমকে আসামি বাছের মোল্যা প্রায়ই উত্যক্ত করত। এ ঘটনার প্রতিবাদ করায় রাবুল মোল্যার কিশোর ছেলে রেজাউলকে ২০১৯ সালের ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামি বাছের ও তার ছোট ভাই কামাল মোল্যা মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যায়।

সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙ্গে পড়েন আসামিপক্ষের পরিবারের সদস্যরা।

এদিকে সন্তুষ্টি প্রকাশ করে নিহত রেজাউলের বড় চাচা দিলু মোল্যা বলেন, আমরা এ রায় দ্রুত কার্যকর চাই।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা