রামপুরার উলনে বিদ্যুতের সাব স্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২, ০৮:২১| আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৯:২৭
অ- অ+

রাজধানীর রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোয়া আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সকাল ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

এর আগে ২০২০ সালের ১১ এপ্রিল বিকালে উলন গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছিল। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা