চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৬.৫৪, মৃত্যু ৩

চট্টগ্রাম ব্যুরো প্রধান
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১০:৩৬| আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:০৪
অ- অ+

চট্টগ্রামে গত এক দিনে এক হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত এক দিনে চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১৯ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা।

চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত এক হাজার ৩৪৬ জন মারা গেলো। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৮ জনের।

উপজলো ভিত্তিক আক্রান্তের তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় বেশি আক্রান্ত হয়েছে ফটিকছড়িতে ৫৯ জন। এরপর হাটহাজারিতে ৫০, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ৪০ জন, পটিয়ায় ৩৮ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮২ হাজার ৭৮০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা