তাড়াশে দেশীয় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৩০
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ শ্রী দেবেন বড়াই নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (রাব-১২)। বুধবার বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের শুভার গ্রামে দেবেন বড়াইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেবেন বড়াইয়ের বাড়ি উপজেলার মাধাইনগর ইউনিয়নের শুভার গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ ও সহকারী পুলিশ সুপার জন রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানায়, গোপন সংবাদে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে স্পেশাল কোম্পানীর আভিযানিক দল উপজেলার মাধাইনগর ইউনিয়নের শুভার গ্রামে দেবেন বড়াই বাড়িতে অভিযান চালায। এসময় ৫৫লিটার দেশীয় চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

তারা আরও জানায়, এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা