কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ২১:৫২
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা ব্যবসায়ী জহিরুল ইসলাম জানারুলকে কুপিয়ে হত্যা মামলায় রফিকুল ইসলাম (৫১) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম দৌলতপুর উপজেলার দাইড়পাড়া গ্রামের মৃত রসুল মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী দেনা-পাওনার হিসাব নিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে জহিরুল ইসলামকে হত্যা করে রফিকুল ইসলাম। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী শাহানাজ শারমিন বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালতের সরকারী কৌশলী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, হত্যা মামলায় সাক্ষ্য ও প্রমাণেরভিত্তিতে সন্দেোতীতভাবে একমাত্র আসামি দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
চার উইকেটের পতন, শ্রীলঙ্কাকে চাপ বাংলাদেশের
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা