আতশবাজির আগুনে পুড়ল তিন বাড়ি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:২৮
অ- অ+

টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকায় বসতবাড়িতে আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জনৈক রাহমত করিমের এনগেজম্যান্টের অনুষ্ঠানের আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও মৃত আমির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বাড়িসহ তিনটি বাড়ি পুড়ে ছাই হয়েছে।

আগুনে প্রায় সাত-আট লাখ টাকার সমপরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

এলাকাবাসী জানায়, এই আগুনের সূত্র হয়েছে আতশবাজি থেকে। এই ধরণের আতশবাজি বন্ধ না করা হলে এ ধরনের আগুনের দুর্ঘটনা আরও ঘটবে। সরকারের উচিৎ এসব আতশবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।

স্থানীয় মেম্বার বশির আহমদ বলেন, অনুষ্ঠানের আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়। সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে এনেছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা