গেইলের ঝড়ো সূচনার পরও ১৪১ রানে থামল বরিশাল

চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম ম্যাচে দলের হয়ে ওপেনিংয়ে খেলতে নেমে ব্যাটে হাতে ঝড়ো সূচনা উপহার দেন ক্যারিবিয়ান দানব নামে খ্যাত ক্রিস গেইল। কিন্তু তারপরও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি করতে পারল না ফরচুন বরিশাল। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে খুলনা টাইগার্স।
ম্যাচের শুরুতে টস জিতে সাকিবের বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। আগের ম্যাচগুলোতে গেইলকে ওপেনিংয়ে না নামালেও আজ তাকে পাঠিয়ে দেন সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুটাও ভালোই ছিল বরিশালের।
কিন্তু তার সঙ্গ দিতে পারছিলেন কেউ। ৬ বলে ১১ রান করে আউট হন ওপেনার আউট হন জ্যাক লিন্টট। দ্বিতীয় উইকেটে নেমে ১০ রান করেন জিয়াউর রহমান। আর নুরুল হাসান সোহান ব্যক্তিগত খাতায় লিখতে পেরেছেন ৮ রান। এদিকে ৩৪ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন ক্রিস গেইলও।
এরপর নাজমুল হাসান শান্ত এবং তৌহিদ হৃদয় মিলে দলীয় স্কোরটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। ১৯ রানে শান্ত এবং ২৩ রানে ফেরেন হৃদয়। আর আউট হওয়ার আগে ইরফান শুক্কুর ২ এবং মুজিব উর রহমান ৭ রান করেন। এদিকে মেহেদি হাসান রানা ১ রানে অপরাজিত থাকেন।
খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন তিনজন বোলার। একটি করে উইকেটও পেয়েছেন তিনজন।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

মেসির নামে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নামকরণ

আইপিএলে খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

কিংসলের স্বপ্নপূরণের ম্যাচে বাংলাদেশের জয়

বায়ার্নের নতুন কোচ থমাস টুখেল

বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে হারিয়েছে বেলজিয়াম

এমবাপ্পের নেতৃত্বে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল ফ্রান্স

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

ফিফা প্রীতি ম্যাচ: বিকালে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ দল
