বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ আটক ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০
অ- অ+

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. সাহাব উদ্দিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও ৫টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাতে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের হালিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দীন (৪০) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মৃত সামশু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, সাহাব উদ্দীন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম চালাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ বাঁশখালী থানায় একটি মামলা রয়েছে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর হালিয়া পাড়ায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিন নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা