পঞ্চগড়ে আ.লীগ সম্পাদকের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৬

পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রভাকর পাল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলা শহরের ডোকরোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার লিটন সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, জেলা শহরের ডোকরোপাড়া মহল্লার প্রভাকর পাল শনিবার তার ফেসবুক আইডিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং মানহানিকর তথ্য প্রচার করেন। এ ঘটনা নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাতেই সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার লিটন দৃষ্টিতে এলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানা পুলিশের এসআই ইমাদ উদ্দিন ফারুক ফিরোজ বলেন, দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :