শিশু ধর্ষণের প্রধান আসামি র্যাবের হাতে ধরা

নরসিংদীর বেলাবতে শিশু ধর্ষণের প্রধান আসামি মিরাজকে সিলেটের চুনারুঘাট সীমান্ত এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ফ্লাইট লেফটেন্যান্ট ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটস্থ র্যাব-৯ এর সাথে সমন্বয় করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাল্লা গ্রাম থেকে নরসিংদীর বেলাব থানার ১১ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামি মিরাজ মিয়া (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানার দেওয়ানেরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
গত ১৯ জানুয়ারি রাতে শিশুটির মা তাকে ঘরে একা রেখে বাড়ির পাশে একটি মাজারে যান। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ঘরের ফাঁকা জানালা দিয়ে চুপিসারে ঘরে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি নিভিয়ে শিশুকে মুখে ওড়না বেঁধে ধর্ষণ চেষ্টাকালে শিশু চিৎকার শুরু করলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন