ভালোবাসা দিবসে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫১
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ফিরোজ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বন্ধু সাইদুল গুরুতর আহত হন।

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত সাইদুলকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকালে ঢাকা পাঠানো হয়।

নিহত ফিরোজ উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী দক্ষিণপাড়া গ্রামের চাঁন মিয়া এবং আহত সাইদুল বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তারা দুজনেই গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়ায়। দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো গ ১৩-২৯৩৩) বাসের সঙ্গে মহাসড়কের ওই স্থানে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফিরোজ নিহত এবং সাইদুল গুরুতর আহত হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হেলপারসহ বাসটি আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা