মুন্সিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩
অ- অ+

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে মো. আমিনুল হক রানা নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তার কাছ থেকে ৩৩ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬৫০ টাকা জব্দ করা হয়। রবিবার বিকালে র‌্যাব-১০-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১০-এর একটি দল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার হরপাড়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে নয় লাখ ৯০ হাজার টাকা দামের ৩৩ কেজি গাঁজাসহ মো. আমিনুল হক রানা নামের এক মাদক চোরাকারবারিকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহরনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

আটক রানার বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক চোরাকারবারি। তিনি বেশ কিছুদিন ধরে মুন্সিগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এএ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা