নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪০
অ- অ+

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে থানায় মামলা হয়েছে। উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে এ মামলা হয়।

মনোহরদী থানার ওসি আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিটুল চেয়ারম্যান হিসেবে মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের একটি বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান। ওই বাড়ির পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিনি ধর্ষণ করেন। পরে এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার মনোহরদী থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বক্তব্য নেয়া যায়নি। তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

ওসি আনিসুর রহমান জানান, বুধবার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্রাম্যমাণ আদালতে বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা