যুদ্ধ-বিরোধী বিক্ষোভ দমনে কঠোর রুশ সরকার, আটক দেড় হাজার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২
অ- অ+

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় যুদ্ধ-বিরতি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে, রুশ পুলিশ বিক্ষোভ দমনে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটক করেছে।

আল-জাজিরা জানায়, রাশিয়ার ৫১ টি শহরে যুদ্ধ-বিরতি বিক্ষোভে জড়িতদের মধ্যে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটকের পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর মধ্যে রাজধানী মস্কোতেই সাতশ’র বেশি মানুষকে আটক করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে প্রায় চারশ মানুষকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান শুরুর পরই বিরোধী দলের সদস্যরা সামাজিক মাধ্যমে জনগণকে রাস্তায় বিক্ষোভ করতে আহ্বান জানায়।

প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরই ইউক্রেনে যুদ্ধ বন্ধে দেশটির বিখ্যাত মানবাধিকার কর্মী অ্যাডভোটেকট লেভ কয়েক ঘণ্টার মধ্যে দেড় লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। আর তা দিন শেষে হয়েছে তিন লাখ।

প্রায় আড়াইশ’র বেশি সাংবাদিক যুদ্ধ বন্ধে খোলা চিঠিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া, প্রায় ২৫০ বিজ্ঞানীও যুদ্ধ বন্ধে স্বাক্ষর করেছেন।

মস্কোতে বসবাসরত ২৩ বছর বয়সী আনাতেসিয়া বলেন,‘আমি মর্মাহত। আমার আত্মীয়রা এবং ভালোবাসার মানুষ ইউক্রেনে বসবাস করে। তাদেরকে ফোনে কী বলব?’

তিনি আরও জানান, অনেক রুশ নাগরিক বিক্ষোভে শামিল হতে ভয় পাচ্ছেন।

২৭ বছর বয়সী ভোলকভা বলেন,‘আমার কাছে মনে হচ্ছে সরকার পাগল হয়ে গেছে। জনগণকে ভুল বোঝানো হচ্ছে।’ তিনি আরো জানান, শুধুমাত্র কিছু মানুষ রাশিয়ায় বিক্ষোভে আগ্রহী।

গত কয়েক বছর যাবত রাশিয়া বিক্ষোভ দমনে কঠোর আইন প্রণয়ন করেছে। ফলে, অধিকাংশ মানুষই গ্রেপ্তার আতঙ্কে বিক্ষোভে অংশগ্রহণ করতে চাই না। এর আগে গত বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ যুদ্ধ-বিরোধীদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছিল।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা