যুদ্ধ-বিরোধী বিক্ষোভ দমনে কঠোর রুশ সরকার, আটক দেড় হাজার

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় যুদ্ধ-বিরতি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে, রুশ পুলিশ বিক্ষোভ দমনে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটক করেছে।
আল-জাজিরা জানায়, রাশিয়ার ৫১ টি শহরে যুদ্ধ-বিরতি বিক্ষোভে জড়িতদের মধ্যে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটকের পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে রাজধানী মস্কোতেই সাতশ’র বেশি মানুষকে আটক করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে প্রায় চারশ মানুষকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান শুরুর পরই বিরোধী দলের সদস্যরা সামাজিক মাধ্যমে জনগণকে রাস্তায় বিক্ষোভ করতে আহ্বান জানায়।
প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরই ইউক্রেনে যুদ্ধ বন্ধে দেশটির বিখ্যাত মানবাধিকার কর্মী অ্যাডভোটেকট লেভ কয়েক ঘণ্টার মধ্যে দেড় লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। আর তা দিন শেষে হয়েছে তিন লাখ।
প্রায় আড়াইশ’র বেশি সাংবাদিক যুদ্ধ বন্ধে খোলা চিঠিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া, প্রায় ২৫০ বিজ্ঞানীও যুদ্ধ বন্ধে স্বাক্ষর করেছেন।
মস্কোতে বসবাসরত ২৩ বছর বয়সী আনাতেসিয়া বলেন,‘আমি মর্মাহত। আমার আত্মীয়রা এবং ভালোবাসার মানুষ ইউক্রেনে বসবাস করে। তাদেরকে ফোনে কী বলব?’
তিনি আরও জানান, অনেক রুশ নাগরিক বিক্ষোভে শামিল হতে ভয় পাচ্ছেন।
২৭ বছর বয়সী ভোলকভা বলেন,‘আমার কাছে মনে হচ্ছে সরকার পাগল হয়ে গেছে। জনগণকে ভুল বোঝানো হচ্ছে।’ তিনি আরো জানান, শুধুমাত্র কিছু মানুষ রাশিয়ায় বিক্ষোভে আগ্রহী।
গত কয়েক বছর যাবত রাশিয়া বিক্ষোভ দমনে কঠোর আইন প্রণয়ন করেছে। ফলে, অধিকাংশ মানুষই গ্রেপ্তার আতঙ্কে বিক্ষোভে অংশগ্রহণ করতে চাই না। এর আগে গত বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ যুদ্ধ-বিরোধীদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছিল।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

দুর্নীতির দায়ে সেনেগালের বিরোধী দলের নেতার দুই বছরের কারাদণ্ড

ইরান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলা, পাকিস্তানের ২ সেনা নিহত

ইউক্রেন আরও ৩০ কোটি ডলার সহায়তার প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্র

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক
