ফেসবুকে ফারুকীকে তুলোধুনা, বয়কটের ডাক

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৩ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮

জাতীয় সংসদ ভবন ও বায়তুল মোকাররম মসজিদে শুটিং করার অনুমতি চেয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন নির্মাতা মোস্তফা সওয়ার ফারুকী। তিনি বাইরের দেশগুলোর উদাহরণও দেন।

কিন্তু সংসদ ভবন ও বায়তুল মোকাররম মসজিদের মতো জায়গায় শুটিং করতে চাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখেননি সোশ্যাল মিডিয়ার অধিকাংশ মানুষই। তারা নির্মাতা ফারুকীকে কমেন্টের মাধ্যমে তুলোধুনা করেছেন। চলুন দেখে আসি কার কী মন্তব্য।

Mohibullah Bhuiyan

‘জাতীয় সংসদে শুটিংয়ের সুযোগ পাওয়া যৌক্তিক কিন্তু মসজিদে শুটিংয়ের আবেদন করা মুর্খতা।’

রোকন রাজ রাসেল

‘এই দুটি পবিত্র জায়গা, সব জায়গা হাসি-তামাশার জন্য না। বিদেশিদের সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতি এক না। আমাদের সংস্কৃতি আমরা বুকের মাঝখানে লালন করি। ক্যামেরাবন্দি করে দেখাতে হবে না। এমনিতেই অনেক সুন্দর।’

Israfil Arif

‘আচ্ছা, এতো সাহস থাকলে ক্যান্টনমেন্টের ভেতরে, গোয়েন্দা সদর দপ্তরে, গণভবনে, বঙ্গভবনে শুটিংয়ের অনুমতি নিয়ে আসেন আগে। তারপর সংসদ আর মসজিদে শুটিংয়ের আবেদন করিয়েন।’

Gazi Nazmul Islam

‘ওরা টাকা উপার্জন করার জন্য যেমন মেয়েদের শরীর থেকে কাপড় খুলে নেয়, তেমনি প্রয়োজনে বোরকাও পরায়! মানুষের আবেগকে পুঁজি করে ব্যবসা করাই ওদের মুখ্য উদ্দেশ্য।’

Jannatul Islam

‘এরা খারাপ কাজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন তারা ভালো যে জায়গাগুলো আছে, সেগুলোকেও নোংরা বানিয়ে ছাড়বে।’

অফুরন্ত বিকেল

‘আল্লাহ ঘর মসজিদ, এখানে নোংরামি চলে না। আল্লাহর সাথে বাহাদুরি করো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমীন।’

Kawsar Hasan Forhad

‘জাতীয় সংসদ ও জাতীয় মসজিদ পবিত্র জায়গা। একটায় মহান আল্লাহর ইবাদত করা হয়, আর একটায় জনগণের জন্য কথা বলা হয়। এই দুটি কারো নোংরামির জায়গা না।’

Zaidul Islam

‘ফারুকীটা কে? বাংলাদেশের জন্য তার কী অবদান? দুই একটা ফালতু চলচ্চিত্র বানালেই সে বিরাট কিছু হয়ে যায় না। এ ধরনের আবেদনকে ঘৃনা করা উচিৎ।’

Sheikh M. Shihab

‘যেই পবিত্র জায়গায় উচ্চস্বরে কথা বলাই নিষেধ, সেখানে আপনি শুটিং করতে চান, বিবেক বলতে কিছু আছে আপনার?’

Mohammad Hasan

‘জনাব ফারুকী সাহেব, আপনি অনেক গুণী মানুষ, তাই চিন্তা ভাবনা করে কথা বলবেন!! দেশটা হিন্দুস্তান না মাথায় রাখবেন! তাওহীদি জনতার হাতে জুতা পেটা খাবেন না!!!’

Russell Hossain Babu

‘ইসলাম বিদ্বেষী ফারুকী সুকৌশলে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ভেতরে পশ্চিমা সংস্কৃতি ও ইসলামের মর্যাদা ক্ষুণ্ন করার প্রয়াসে মশগুল।’

Abu Sadek

‘সব জায়গা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া ঠিক না। বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে....।’

এছাড়া অনেক নেটিজেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং তার নির্মিত সিনেমাকে বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ ফারুকীর আবেদনকে যৌক্তিকও বলেছেন। যদিও তার সংখ্যা একেবারেই নগণ্য।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :