সুনামগঞ্জে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২২, ২২:০৪
অ- অ+

সুনামগঞ্জের ছাতকের বটেরখাল নদীতে পানিতে ডুবে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া ও নাহিদা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বাকপ্রতিবন্ধী সুমাইয়া বেগম (৮) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা বেগম (৬) তারা।

সোমবার দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল নদীতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বাকপ্রতিবন্ধী সুমাইয়া বেগম (৮) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা বেগম (৬) বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে ফিরে পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায় তারা। এরপর বটেরখাল নদী থেকে শিশু দুটির মরদেহ ভেসে ওঠলে তাদের উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদ্বীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থী সকালে বিদ্যালয়ে এসেছিল। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা