সাপ নিয়ে খেলছেন স্পর্শিয়া! বললেন...

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১১:৫৫
অ- অ+

সাপ দেখলে কে না ভয় পায়? সেটি আবার যদি হয় জাত গোখরা! সেই সাপ যদি আবার পেচানো থাকে গলায়! তবে দেহ থেকে প্রাণপাখি বেরিয়ে যাওয়ার উপক্রম হবে যে কারও। তবে একটু সাহস থাকলে ভয়ংকর প্রাণীকেও যে বশে আনা যায়, সেটাই বোধহয় দেখিয়ে দিলেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। সাপ গলায় পেচিয়ে দিব্য খেলা করলেন তিনি।

শনিবার অভিনেত্রীর ফেসবুকে পাওয়া গেল এমনই দুটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, একটি বিষধর গোখরা সাপ গলায় জড়িয়ে রয়েছেন স্পর্শিয়া। কিন্তু ভয় পাওয়ার বদলে তিনি হাসছেন। ছবি দুটি পোস্ট করে স্পর্শিয়া ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবে কিছু মানুষ এই সাপের মতোই।’

কিন্তু হঠাৎ সাপ নিয়ে খেলা করার শখ হলো কেন ‘কাঁঠবিড়ালী’ খ্যাত অভিনেত্রীর? এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘সাপটি আসলে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যবহার হয়েছে। ওই সিরিজে সাপ আমার সহশিল্পী ছিল। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজটির নাম ‘আইজ্যাক লিটন’। গত মাসে সেটির কাজ শেষ হয়েছে।’

ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনেরও ব্যাখ্যা করেন স্পর্শিয়া। বলেন, ‘আমাদের চারপাশে কিন্তু এমন অনেক মানুষ আছে, যাদের চরিত্র সাপের মতো। সুযোগ পেলেই ছোবল দেয়। তবে এটাকে আরও দুইভাবে ব্যাখ্যা করা যায়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, কেউ সাপকে বিরক্ত করলে, শান্তি নষ্ট করলে আক্রমণ করে। ইতিবাচকভাবে বলতে গেলে, সাপকে বিরক্ত করবেন না, সাপও আপনাকে কিছু বলবে না।’

স্পর্শিয়া এও জানান, সাপকে একদমই ভয় পান না তিনি। তাই শুটিংয়ের সময় সাপ গলায় পেচিয়ে দিলেও খারাপ বা ভয় লাগেনি তার। নায়িকার দাবি, ‘সাপকে খুব একটা ভয় করে না আমার। তবে প্রথমে করতো। এর আগেও সাপের সঙ্গে অনেক ছবি তুলেছি। তাই ভয় জিনিসটা চলে গেছে।’

২০১১ সালে মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন স্পর্শিয়া। এরপর নাটক। এ পর্যন্ত এক কুড়ির মতো নাটকে দেখা গেছে তাকে। ২০১৯ সালে অভিষেক করেন চলচ্চিত্রে। ওই বছরের রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘আবার বসন্ত’। বর্তমানে ছোট-বড় দুই পর্দাতেই সমানে কাজ করছেন এই অভিনেত্রী।

ঢাকাটাইমস/১৩ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা