নতুন তিন রুটে চলবে নগর পরিবহনের ২২৫ বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২২, ১৭:২২

ঢাকা নগর পরিবহনে যুক্ত হচ্ছে আরও ২২৫ বাস। এ জন্য নতুন তিনটি রুটও নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যাত্রীসেবার মান সন্তোষজনক হওয়ায় ঢাকা নগর পরিবহন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় আরও তিনটি পথ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ২২তম সভায় তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালোচনা ও এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘২২তম যাত্রা পথে ৫০টি বাসসেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সব মিলিয়ে ২২৫টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ’

মেয়র তাপস বলেন, ‘রুট-২২ এ কীভাবে আরও ১০০ বাস দেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেছি। সে অনুযায়ী ট্রান্সসিলভাকে ১০০ বাস দেয়া হয়েছে। ২৩ নম্বর রুট বসিলা থেকে শুরু করে মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলি, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাঁচপুর পর্যন্ত। ঘাটারচর থেকে শুরু করে আরেকটি রুট যাবে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত। আরেকটা রুট হবে ঘাটারচর থেকে শুরু হয়ে আজিমপুর হয়ে পোস্তাগোলা কদমতলী থানা পর্যন্ত।

ঢাকা নগর পরিবহনের পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। সবার সহযোগিতায় এটি করা সম্ভব হয়েছে।

আন্তঃজেলা বাসগুলো ঢাকায় ঢুকবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহনের বাসগুলো ঢাকায় চলবে। আন্তঃজেলা বাসগুলো আমাদের চারটি বাস টার্মিনালে নামাবে, ঢাকায় ঢুকবে না। দুই সিটি করপোরেশন তাদের নিজ নিজ টার্মিনাল নির্মাণে কাজ শুরু করবে। দ্রুত এই কার্যক্রম চালুর জন্য আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি।’

সভায় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বাস রুট রেশনালাইজেশন আওতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কিভাবে দ্রুত বাস সেবা দেয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ‘নগর পরিবহনকে কীভাবে আরও নিরাপদ করা যায় তা নিয়ে গবেষণা করছি। প্রতিদিন বিআরটিএ থেকে ঢাকায় এক হাজার থেকে এক হাজার ২০০ গাড়ি নামছে সড়কে। এটাকে নিয়ন্ত্রণ করে সড়কে বাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ করতে হবে।’

ঢাকা টাইমস/২২মার্চ/আরকেএইচ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :