সেক্সি ছবি পোস্ট করলে লাইক বেশি আসে: সোনম

‘সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পোশাক পরা ছবি পোস্ট করলে খুব বেশি লাইক পড়ে না। কিন্তু যখনই একটি সেক্সি ছবি পোস্ট করি, তখন লাইক অনেক বেশি আসে’। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন বলিউডের ফ্যাশন আইকনিস্ট অভিনেত্রী সোনম কাপুর।
এই নায়িকা বলেন, সমাজে এখনও পুরুষের লোলুপ নজর বিদ্যমান। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপারটা চোখে পড়ে। অভিনেত্রীর কথায়, ‘আমাদের সর্বদাই পুরুষদের লোলুপ নজরের কথা মাথায় রেখে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে প্রদর্শন করা হয়। যা হতাশাজনক।’
প্রায়ই নারীবাদী কারণ ও আদর্শের প্রতি সমর্থন জানাতে দেখা যায় সোনমকে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দেওয়া ওই সাক্ষাৎকারে ‘পিতৃতান্ত্র’ নিয়ে মুখ খোলেন নায়িকা। বলেন, ‘সাম্যের বুলি আওড়ানোর আগে এই বিষয়টাকে ভেঙে ফেলা প্রয়োজন।’
এই অভিনেত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। খুব শিগিগির মা হতে চলেছেন। সম্প্রতি বডিস্যুট পরে গর্ভাবস্থার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেই পোশাক নিয়েও নাকি সমালোচনা হয়েছে। কটাক্ষ করা হয়েছে তাকে। সাক্ষাৎকারে এ কথা নিজেই জানান সোনম।
সম্প্রতি স্বামী আনন্দ আহুজার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অনিল কাপুর-কন্যা। তাতে দেখা যায়, স্বামীর কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট।
নেটমাধ্যমে ছবি পোস্ট করে সোনম লেখেন, ‘চারটি হাত তোমাকে বড় করার জন্য, নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। তারা তোমার প্রতিটা পদক্ষেপে একসঙ্গে চলবে। যারা তোমার পাশে থেকে তোমাকে ভালোবাসা দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না।’
ঢাকাটাইমস/২৬ মার্চ/এএইচ

মন্তব্য করুন