শেরে বাংলা স্টেডিয়ামে মুজিব শতবর্ষের বিশেষ কনসার্ট ঘিরে ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২২, ১৮:১১| আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৮:১২
অ- অ+

`ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’ কনসার্ট ঘিরে রাজধানীতে তিনটি ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি কাল মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে হতে যাওয়া এই বিশেষ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার বেলা তিনটা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ওই স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ।

আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এদিকে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’ অনুষ্ঠানে গান গাইতে আজ ঢাকায় পৌঁছেছেন অস্কারজয়ী ভারতের সংগীতশিল্পী এ আর রহমান।

অনুষ্ঠান ঘিরে যেসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে, তার মধ্যে রয়েছে, মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার রোডগুলো।

অনুষ্ঠান উপলক্ষে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় ডিএমপির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় এবং অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা