উইল স্মিথের চড়-কাণ্ড এই প্রথম নয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ১০:৪৩
অ- অ+

সদ্য শেষ হওয়া ৯৪তম অস্কার মঞ্চে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক। স্ত্রীকে নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি এই হলিউড তারকা। তাই দর্শক সারি থেকে মঞ্চে উঠে গিয়ে কৌতুক অভিনেতা-সঞ্চালক রকের গালে কষে চড় মেরে দেন উইল।

হলিউড অভিনেতার এহন কাণ্ড নিয়ে গত রবিবার রাত থেকেই দারুণ চর্চা। সেই চর্চার সূত্রেই ফাঁস, এই প্রথম নয়, আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথ। ২০১২ সালে একই ভাবে এক সাংবাদিককে থাপ্পড় মেরেছিলেন তিনি! কারণ, লাল কার্পেটে হাঁটা উইলকে স্নেহচুম্বন দিতে গিয়েছিলেন সেই সাংবাদিক!

স্মিথের দ্বিতীয় বারের চড় মারার ঘটনা আলোচনায় আসতেই ২০১২ সালের সেই ঘটনাও ফের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায়, সংবাদমাধ্যমে ভাইরাল সাংবাদিককে তার চড় মারার ঘটনাও। যা দেখে ফের বিস্মিত এবং বিভক্ত গোটা বিনোদন বিশ্ব।

স্বাভাবিক ভাবে এমন প্রশ্নও উঠেছে, সবাইকে যখন-তখন থাপ্পড় মারা কি তবে ‘রোগ’ উইল স্মিথের? সে উত্তর খোঁজার আগে জানতে হবে কী ঘটেছিল ২০১২ সালে।

সেদিন ‘মেন ইন ব্ল্যাক ৩’ ছবির মস্কো প্রিমিয়ার ছিল। ইউক্রেনীয় প্র্যাঙ্কস্টার ভিটালি সেদিউক অভিনেতাকে লাল কার্পেটে জড়িয়ে ধরেন। তার দুই গালে চুম্বনও করতে যান। পরিবর্তে স্মিথ সঙ্গে সঙ্গে সেডিউককে ধাক্কা মেরে সরিয়ে দেন! তার পরই সপাট চড়।

সেদিন স্মিথকে উপস্থিত সংবাদমাধ্যম প্রশ্ন করেছিল, ‘আপনার সমস্যা কী?’ অভিনেতার যুক্তি ছিল, ‘ওই সাংবাদিক আমার একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন। কথোপকথনের মধ্যেই বলেন, ‘আমি আপনার বড় ভক্ত। আমি কি আলিঙ্গন করতে পারি?’ সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেন স্মিথ।

কিন্তু বিষয়টি নাকি এখানেই থামেনি। এরপর সেই সাংবাদিক স্মিথকে চুম্বনের চেষ্টা করেন। তখনই তাকে ঠেলে দূরে সরান অভিনেতা। সপাটে চড়ও মারেন। এই আচরণের জন্য সে দিনও বিন্দুমাত্র দ্বিধা ছিল না স্মিথের মনে।

অভিনেতার দাবি ছিল, ‘কোনো অভিনেতার প্রতি প্রকাশ্যে সাংবাদিকের এই আচরণ বড়ই বিশ্রী!’ যদিও পরে নিজের আচরণের জন্য অভিনেতা উইল স্মিথের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে নেন সেই সাংবাদিক।

ঢাকাটাইমস/৩১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে প্রশাসনের সিদ্ধান্ত বদল: ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর আম বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা