না’তে রাসূল

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২২, ১৫:৫৩
অ- অ+

যেদিন বন্ধু স্বজন সবে হবে পর,

খবর নিবে না কোনো পীর পয়গম্বর,

আজাবের ভয়ে সবে,

নাজাতের পথ খুঁজে রইবে বিভোর,

সেদিন যে-নবী হবে অকূলের কূল-

খোদার পেয়ারা হাবীব মোহাম্মাদ রাসূল॥

শেষ বিচারের দিনে,

হাশরের ময়দানে

ভুলো না আমায় কভু

হে প্রিয় রাসূল;

গুনাহগার এ উম্মাত,

পায় যেনো শাফায়াত,

অধমের এ মিনতি করো গো কবুল-

হে প্রিয় রাসূল আমার, হে প্রিয় রাসূল,

খোদার পেয়ারা হাবীব আমারই রাসূল॥

মাশুকে ইলাহী ওগো সৃষ্টির রহমত,

নূরে মুজাসসাম,ভুবনের বরকত।

আমার সালাম লও,মদিনার বুলবুল-

হে প্রিয় রাসূল আমার, হে প্রিয় রাসূল,

খোদার পেয়ারা হাবীব আমারই রাসূল॥

দয়ার সাগর নবি,

খোদার নূরের ছবি,

জগতের জ্যোতি তুমি জান্নাতি ফুল-

হে প্রিয় রাসূল আমার, হে প্রিয় রাসূল,

খোদার পেয়ারা হাবীব আমারই রাসূল॥

সরকারে কায়েনাত,

সরদারে মারেফাত,

দিদারের আশায় আমি রয়েছি ব্যাকুল-

হে প্রিয় রাসূল আমার, হে প্রিয় রাসূল,

খোদার পেয়ারা হাবীব আমারই রাসূল॥

মহাবিপদের দিনে,

আমাকে নিও গো চিনে,

তোমার আশেকে আমি আছি মশগুল-

হে প্রিয় রাসূল আমার, হে প্রিয় রাসূল,

খোদার পেয়ারা হাবীব আমারই রাসূল॥

শেষ বিচারের দিনে,

হাশরের ময়দানে

ভুলো না আমায় তুমি

হে প্রিয় রাসূল আমার, হে প্রিয় রাসূল,

খোদার পেয়ারা হাবীব আমারই রাসূল॥

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা