মোট সম্পদ কমেছে বিশ্বসেরা ধনীদের, বেজোসকে ডিঙ্গিয়ে শীর্ষে ইলন মাস্ক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২২, ০৮:২৯| আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৮:৪৪
অ- অ+
ইলন মাস্ক

বিশ্বে ধনী তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন ইলন মাস্ক। বিশ্ববিখ্যাত সাময়িকী ফোর্বসের ৩৬তম তালিকায় তিনি বেজোসকে ডিঙ্গিয়ে বিশ্বের সেরা ধনী হয়ে গেছেন।

এর আগে টানা চার বছর সেরা ধনী ছিলেন বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস।

ইলন মাস্ক বর্তমানে ২১৯ বিলিয়ন ডলারের সম্পদের মালিক। আর বেজোসের রয়েছে ১৭১ বিলিয়ন ডলার।

এবার ফোর্বস তালিকাভুক্ত ধনীদের মোট সম্পদের পরিমাণ কমেছে।

ইলন মাস্কের সেরা ধনী হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম এক লাফে ৩৩ শতাংশ বেড়ে গেছে। ফলে এক দিনেই তার সম্পদ আরও খানিকটা বেড়েছে। অপরদিকে অ্যামাজনের শেয়ারমূল্য ৩ শতাংশ কমেছে। তবে গত বছর বেজোস দাতব্য কাজে অনুদান বাড়িয়েছিলেন।

এবার ফোর্বসের তালিকায় দুই হাজার ৬৬৮ ধনকুবের রয়েছে। তবে তাদের মোট সম্পদের পরিমাণ কমে ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, গত বছর যা ছিল ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

মহামারি, যুদ্ধ ও বিশ্ব বাজারের অস্থিতিশীলতাকে সম্পদ বৃদ্ধিতে ভাটার কারণ হিসেবে উল্লেখ করেছে ফোর্বস।

অন্তত এক বিলিয়ন ডলারের মালিক- এমন ধনীদের নিয়ে তালিকা তৈরি করেছে ফোর্বস। তালিকায় দুই হাজার ৬৬৮ জনের মধ্যে নারী রয়েছেন মাত্র ৩২৭ জন । তাদের মোট সম্পদের পরিমাণ এক দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলার।

এ বছর প্রায় ২৩৬ জন ধনী প্রথমবারের মতো স্থান পেয়েছেন তালিকায়। তাদের মধ্যে রয়েছেন পপস্টার রিহান্না। প্রথমবারের মতো বার্বাডোজ, বুলগেরিয়া ও উরুগুয়ের ধনকুবেররা ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় স্থান পেয়েছেন।

ঢাকাটাইমস/০৭এপ্রিল/এফএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা