বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাটের মধ‍্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২২, ১৩:১৮| আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:২৪
অ- অ+

জামালপুর জেলার বাহাদুরাবাদঘাট ও গাইবান্ধা জেলার বালাসীঘাটের মধ‍্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু হয়েছে।

শনিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাহাদুরাবাদঘাটে পরীক্ষামূলক এ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন। এর আগে প্রতিমন্ত্রী বাহাদুরাবাদঘাটে নৌ-টার্মিনাল ভবন উদ্বোধন করেন।

জানা যায়, বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাটের নৌপথের দূরত্ব ৩৯ কিলোমিটার। কিন্তু নাব্যতা সংকটে এ নৌপথ বন্ধ হয়ে যায়। এরই মধ‍্যে ১০ কিলোমিটার নৌ-চ‍্যানেল খনন করা হয়েছে। যার প্রস্থ ৩৭মিটার। চ‍্যানেলে বর্তমানে ৯ থেকে ১০ ফুট পানি আছে।

এছাড়া বেসরকারি ও বিআইডব্লিউটিএর ড্রেজার দ্বারা মোট ১৮.২০ লাখ ঘনমিটার খনন করা হয়েছে। এর মধ্যে বেসরকারি ড্রেজার দ্বারা ১৫ লাখ ঘনমিটার খনন করা হয়েছে। ফলে এই খনন কাজে মোট ২৫ কোটি ৩৪ লাখ টাকা ব‍্যয় হয়েছে বলে জানানো হয়েছে।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাকাটাইমস/৯এপ্রিল/এএইচ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
চার উইকেটের পতন, শ্রীলঙ্কাকে চাপ বাংলাদেশের
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা