বৈশাখের অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩:৪৭ | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২২, ১৩:১৫

আসন্ন বাংলা নববর্ষ বরণে পহেলা বৈশাখের অনুষ্ঠান ওই দিন (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

শফিকুল ইসলাম বলেন, এবার রোজার মধ্যে পহেলা বৈশাখে অনুষ্ঠান হবে। তাই এবার পহেলা বৈশাখে কোনো খাবার দোকানে খোলা থাকবে না। রোজার মাস হওয়ায় রমনা বটমূল ও এর আশপাশ এলাকার পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে। দুপুর ১টার পরে আর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

কমিশনার বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠান এলাকায় যানবাহন বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে।

অভিভাবকদের উদ্দেশ করে কমিশনার বলেন, এবারের অনুষ্ঠানে শিশুদের না নিয়ে আসাই ভালো হবে। কারণ মেলা শহরের আশপাশে কোনো খাবার দোকান খোলা থাকবে না। এছাড়া এবারের অনুষ্ঠানে পান্তা ইলিশের ব্যবস্থাও থাকবে না।

অনুষ্ঠানস্থলে সবাইকে চেক করে প্রবেশ করানো হবে। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় কেউ হুটহাট করে এসে প্রবেশ করতে পারবেন না। কেউ এমন চেষ্টা করলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কঠোর ব্যবহার করতে বাধ্য হবে।

এবারের অনুষ্ঠান ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ডগ স্কট ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, সাদা পোশাকের সদস্য, সোয়াদ টিম আর রমনা লেকে থাকবে নৌপুলিশের টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কমিশনার বলেন, এবার ইভটিজিংয়ের বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কারণ প্রতিবার যেখানে গেদারিং হয় ওখানে নারীদেরকে হেনস্থা করার ঘটনা ঘটে। এজন্য ইভটিজিং রোধে পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে বিশেষ দল কাজ করবে।

এছাড়া অনুষ্ঠানস্থলে মুখোশ পরে কাউকে না আসার জন্য বলেছেন কমিশনার আর উচ্চ বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :