সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরের আখালিয়া এলাকায় সাইফুর রহমান সুমন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে আখালিয়া নোয়াপাড়া থেকে বন্ধন সি-১৩/২ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে। তিনি ওই বাসায় থাকতেন।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২ বাসার নিচ তলার রুমের জানালার গ্রিলের সঙ্গে সুমনের গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন