পছন্দের কাজ ও বেতন মিলছে না, চাকরির চেষ্টায় নেই ৪৫ কোটি ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৪৪| আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬:০৪
অ- অ+

ভারতের কোটি কোটি তরুণ পছন্দের কাজ ও বেতন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। আর নারী চাকরি প্রার্থীদের ক্ষেত্রে হতাশার পরিমাণ সবচেয়ে বেশি।

দেশটির এক বেসরকারি সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মুম্বাইয়ের গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেডে’র প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সামগ্রিক শ্রমে অংশগ্রহণের হার ৪৬ শতাংশ থেকে কমে ৪০ শতাংশে এসেছে। আর প্রায় ২ কোটি ১০ লাখ নারী কর্মসংস্থানের বাইরে আছেন।

দেশটিতে যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে বর্তমানে মাত্র ৯ শতাংশ চাকরি করছেন বা নতুন চাকরি খুঁজে বের করার চেষ্টা করছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ভারতে আইনত কাজের বয়সীদের সংখ্যা ৯০ কোটি। কিন্তু তাদের অর্ধেকের বেশি এখন চাকরি করতেই আগ্রহী না।

ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের ২০২০ সালের রিপোর্ট অনুসার, ভারতে ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৯ কোটি অ-কৃষি বিষয়ক কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। এর জন্য ৮ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ জিডিপি’র প্রবৃদ্ধি প্রয়োজন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা