১১৯ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২, ১৯:৪৪| আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৯:৫৮
অ- অ+

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যাক্তি জাপানের নাগরিক কেন তানাকা ১৯ এপ্রিল পশ্চিম জাপানের ফুকুওকা শহরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। সোমবার পাবলিক ব্রডকাস্টার এনএইচকে খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুর সময় এই মহিলার বয়স ছিল ১১৯ বছর।

১৯০৩ সালের ২ জানুয়ারি তিনি জাপানে জন্ম গ্রহণ করেন। সে বছরের ১৭ ডিম্বের রাইট ভ্রাতৃদ্বয় তাদের মোটর চালিত বিমানের প্রথম নিয়ন্ত্রিত ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেন।

২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসাবে নাম লেখান তানাকা। জীবনকালে তিনি চকলেট এবং ফিজি পানীয় পছন্দ করতেন বলে এনএইচকে জানিয়েছে।

২০১৯ সালে ১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যাক্তি হিসেবে গিনেস বুকে নাম লেখান কেন তানাকা

রয়টার্স জানিয়েছে, বর্তমানে জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং জীবিতদের বেশিরভাগই বয়স্ক নাগরিক। গত সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৮৬ হাজার ৫১০ জনই ছিলেন শতবর্ষী এবং প্রতি ১০ জনের মধ্যে নয় জনই নারী।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা