যুক্তরাজ্যের ২৮৭ পার্লামেন্ট সদস্যের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২২, ২০:২৫| আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:২৯
অ- অ+

‘রুশোফোবিক হিস্টেরিয়া’ ছড়ানোর ইন্ধন দেওয়ার অভিযোগে বৃটিশ পার্লামেন্টের ২৮৭ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায় ১১ মার্চ রুশ সংসদের নিম্নকক্ষের ৩৮৬ সদস্যের ওপর যুক্তরাজ্যের দেওয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া স্বরুপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় দেশটির মিত্রদের পাশাপাশি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনসহ মস্কোর ধনকুবের অলিগার্চ এবং রাজনৈতিক অভিজাতদের বিরুদ্ধে সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিরা লন্ডনে রুশ-বিরোধী নিষেধাজ্ঞা প্রতিষ্ঠায় সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং যুক্তরাজ্যে রাশিয়াফোবিক হিস্টিরিয়া ছড়াতে অবদান রেখেছিল।

২৮৭ জনের নামের তালিকায় বর্তমান ও প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বেশ কিছু লোকের নাম রয়েছে যারা আর সংসদ সদস্য হিসেবে দগায়িত্ব পালন করছেন না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সদ্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাংসদদের উদ্দেশ্যে বলেন, ২৮৭ জনের সকলকে এই নিষেধাজ্ঞার বিষয়টিকে সম্মানের ব্যাজ হিসাবে বিবেচনা করা উচিত। জনসন নিজেও ১৬ এপ্রিল থেকে রাশিয়ায় নিষিদ্ধ।

জনসনকে রাশিয়া বিরোধী হওয়ার দৌড়ে সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে আগেই চিহ্নিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার দীর্ঘদিনের সমালোচক এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ক্রিস ব্রায়ান্ট নিষেধাজ্ঞার তালিকায় না থাকায় ব্যঙ্গাত্মকসুরে বলেন,এই তালিকায় না থাকায় আমি একেবারেই ব্যথিত।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা