সুনামগঞ্জে ভাবি হত্যার অভিযোগে দেবর আটক

সুনামগঞ্জের জামালগঞ্জে দেবরের হাতে ভাবি হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা প্রধান আসামি একরামুল হোসেনকে আটক করেছে র্যাব।
রবিবার সকালে সিলেটের কানাইঘাট উপজেলার খুলুর মাটি গ্রামে জয়নাল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক একরামুল চান্দেরগাঁও গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
র্যাব সুনামগঞ্জ সিপিসি-৩ এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, ঘটনার পর থেকে একরামুল তার বন্ধুর বাড়িতে সত্য গোপন করে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের চান্দেরগাও গ্রামের দুই ভাই আকমল হোসেন ও একরামুল হোসেনের মধ্য জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৯ মে সকালে বিরোধপূর্ণ আঙ্গিনায় আকমল হোসেনের স্ত্রী সুলেখা বেগম ধান শুকাতে গেলে একরাম হোসন প্রথমে বাধা দেয় ও পরে লাঠি দিয়ে ভাবি সুলেখা বেগমের মাথায় আঘাত করে। গুরুতর আহত সুলেখা বেগমকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেয়ার পর ১৩ মে তিনি মারা যান। মারা যাওয়ার খবর পাওয়ার পর দেবর একরামুল হোসেন গ্রাম থেকে পালিয়ে আত্মগোপন করেন।
সুলেখা বেগম নিহতের ঘটনায় ১৪ মে নিহতের ছেলে বাদী হয়ে একরামুলকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
(ঢাকাটাইমস/১৫মে/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত অসহায় তিন রোগীর পাশে সাংসদ নদভী

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি

এবার রাজশাহীতে এক সঙ্গে তিন শিশুর জন্ম, নাম পদ্মা-সেতু-উদ্বোধন

পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নোয়াখালীতে বিএনপি নেতা আটক

মাধবপুরে ভারতীয় চুলসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনীতে আসামির মুখে স্কুলছাত্রী হত্যার লোমহর্ষক বর্ণনা!

টাঙ্গাইলে শিহাব হত্যার প্রতিবাদ অব্যাহত

দাফনের এক বছর পর কবর থেকে লাশ উত্তোলন
