মামার কোলে উঠে লাশ হলো আরিয়ান

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ০০:৫৬
অ- অ+

শেরপুরের নকলায় আরিয়ান নামে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকায় একটি গোয়ালঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

আরিয়ান পূর্বলাভা খন্দকার বাড়ি এলাকার সজল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বিয়ের কিছুদিন পর থেকেই আরিয়ানের মা আইরিন বেগম ছেলেকে নিয়ে তার বাবা আইয়ুব মাস্টারের বাড়ি পাঁচকাহনীয়া গ্রামে থাকতেন। দুপুরে মামা জিহান শিশু আরিয়ানকে কোলে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে নিখোঁজ হন।

এদিকে অনেকক্ষণ পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে থাকে। এক সময় শিশু আরিয়ান ও মামা জিহানকে খুঁজে না পাওয়ায় স্থানীয় কয়েকটি মসজিদে মাইকিং করা হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে নানার বাড়ির গোয়ালঘরে মুখ বন্ধ অবস্থায় একটি বস্তা দেখতে পায় স্বজনরা।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই বস্তার মুখ খুলে আরিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় চিকিৎসক ডা. মাহমুদুল হাসান শিশু আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মামা জিহান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা