নাঈমের পর এক ওভারে সাকিবের জোড়া উইকেট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে এক ওভারে দুই উইকেট নিয়েছেন নাঈম হাসান। এবার বিরতির পর প্রথম ওভারেই দুই উইকেট নিলেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে ৩৩০ রান তুলেছে শ্রীলঙ্কা।
এখন ১৪৯ রানে ম্যাথিউস ও ১ রানে ফার্নান্দো মেন্ডিস অপরাজিত রয়েছেন।
৬ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে সফররত শ্রীলঙ্কা। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের শুরু থেকেই শাসন করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।
৩৪ রানে দিন শুরু করা চান্দিমাল তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর দেখে-শুনেই খেলে যাচ্ছিলেন তিনি। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক দুই ওভার আগে নাঈম হাসানের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পরেন চান্দিমাল। আউট হওয়ার আগে ১১৪ বল খেলে করেন ৬৪ রান। একই ওভারে নিরোশান দিকভেলাকে শূন্যরানে ফেরত পাঠান নাঈম।
দ্বিতীয় সেশনের খেলার শুরু ওভারেই দুই উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ রানে রমেশ মেন্ডিস এবং শূন্যরানে লঅসিথ এম্বুলদেনিয়া আউট হন।
(ঢাকাটাইমস/১৬মে/এমএম)

মন্তব্য করুন