প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশ আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা জাতীয় প্রেসক্লাবে জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।
জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ‘১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ বছর প্রবাসে জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে নিজ মাতৃভুমিতে আসেন তিনি । ওই দিন সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।’
মিজানুর রহমান মিজু বলেন, ‘বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। দুঃখের বিষয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন।’
জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, গণ আজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ, স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, যুগ্ম সম্পাদক সি.এম মানিক, ঢাকা দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা উত্তরের সভাপতি ডি.কে লালা প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭মে/পিআর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের অভিনন্দন

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সেই রাব্বানীকে তুলোধুনা

সুশৃঙ্খল নির্বাচনের জন্যই ইভিএম চায় আ.লীগ: কাদের

উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার: ফখরুল

ইভিএম যাচাই: আজ ১৩ দলের সঙ্গে বসছে ইসি

ছবি থাকতেই পারে, বায়েজিদকে চিনি না: রব্বানী
